নয়াদিল্লি, ২৫ অক্টোবর – চাপা কষ্টের উত্তর বোধহয় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের মতই দিতে হয়। বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদকে দলে নেওয়া নিয়ে জল ঘোলা কম হয়নি। সব বাঁধা অতিক্রম করে রিয়াদ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে প্রতিটা ম্যাচেই দারুণ খেলেছেন।
কিন্তু বাদ পড়ার সময়টা রিয়াদের ভালো কাটেনি। কোনো ব্যাটারেরই ভালো কাটার কথা না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রিয়াদকে প্রশ্ন করা হয়েছিল, দলে না থাকার সময়টায় কীভাবে নিজেকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। প্রতি উত্তরে রিয়াদ বলেন, ‘যদিও অনেক কিছুই বলার ইচ্ছা আছে, কিন্তু এটা সঠিক সময় নয় সবকিছু বলার। সময় হলেই সব বলবো।’
দলের প্রয়োজনে যেকোনো পজিশনেও ব্যাটিং করতে ইচ্ছুক বলে জানান রিয়াদ।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ অক্টোবর ২০২৩