বাংলাদেশে রাইট টু গ্রো কনসোর্টিয়ামের সহায়তায় অনূর্ধ্ব-৫ শিশুদের জন্য নাগরিক সমাজ প্ল্যাটফর্ম (সিএসপিফোরসিইউফাইভ) মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় জাতীয় সম্মেলনের আয়োজন করে।
স্থানীয় নাগরিক সংগঠনগুলোর উদ্যোগ ও জাতীয় প্ল্যাটফর্মের সঙ্গে তাদের সংযুক্তি ও একাত্বতা, পুষ্টি ও ওয়াশ সংক্রান্ত সরকারি কর্মসূচিতে নীতিনির্ধারকদের সাথে বহু-অংশীজন সংলাপ শক্তিশালী করা, গণমাধ্যম সম্পৃক্ততা বাড়িয়ে শিশু অপুষ্টি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য বহু-পক্ষীয় অংশীদারিত্ব ও কার্যকর নেটওয়ার্ক গঠনের ভিত্তি তৈরি করার উদ্দেশ্য নিয়ে সম্মেলনটি আয়োজন করা হয়।
সম্মেলনে উপজেলা পর্যায় থেকে প্রায় ৮৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য, সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, সাংবাদিক ও উন্নয়ন সহযোগীরা।
সম্মেলনের উদ্দেশ্য ছিল, অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময়, এবং অনূর্ধ্ব-৫ শিশুদের পুষ্টি, পানি-স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত নীতিতে সমন্বিত কৌশল নির্ধারণ।
নেদারল্যান্ডস্ সরকারের অর্থায়নে পরিচালিত রাইট টু গ্রো প্রোগ্রামের লক্ষ্য হলো— প্রতিটি শিশু যেন তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে।
বাংলাদেশে সিএসপিফোরসিইউফাইভ গঠনের মাধ্যমে সরকারি কার্যক্রমে পুষ্টি-সংবেদনশীল ব্যবস্থাপনায় নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধি, বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানো এবং স্থানীয় জনগনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক সমূহের মধ্যে সমগ্র দিনের বিভিন্ন তথ্য সমৃদ্ধ অধিবেশনের আয়োজন করা হয়:
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য, একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন এবং প্ল্যাটফর্ম -এর নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতি অন্তর্ভুক্ত ছিল ।
স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ উইং-এর যুগ্ম সচিব জনাব ফজলে আজিম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডা. আক্তার ইমাম সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও রাইট টু গ্রো -এর স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন ড. তারিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং রাইট টু গ্রো কনসোর্টিয়ামের টিম লিড ইকবাল আজাদ প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়া তুলে ধরেন।
এরপর নীতি ও উন্নয়ন বিশ্লেষক আমানুর রহমান “রিভাইভ, রিকানেক্ট, রি-নাওরিশঃ রিবিল্ডিং সিভিল সোসাইটি ফর আন্ডার ফাইভ চিল্ডেন” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্যানেল আলোচনায় প্ল্যাটফর্মের চেয়ারপার্সন সায়কা সিরাজ, সেভ দ্য চিলড্রেনের পরিচালক তানিয়া শরমিন, এসিএফ-এর উপ-দেশ পরিচালক তপন চক্রবর্তী, এইচএলপিএফ-এর সভাপতি শফিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও রাইট টু গ্রো-এর স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন ড. তারিকুল ইসলাম অংশগ্রহণ করেন ।
তারা প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো আলোচনা করেন। তারা বলেন আমাদের প্রকল্প নির্ভরতা কমিয়ে নাগরিক সমাজের ভূমিকা এবং পরিষর বাড়ানোতে সচেষ্ট হতে হবে।
পটুয়াখালী সদর ও গলাচিপা, বরগুনার তালতলী, খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪টি উপজেলা পর্যায়ের সিএসও তাদের অর্জন ও সেরা অভিজ্ঞতাসমূহ প্রদর্শন করেন। তারা ব্যাখ্যা করেন কিভাবে তারা সংশ্লিষ্ট ৪০টি ইউনিয়ন পরিষদকে ২০২৪-২৫ অর্থবছরে পুষ্টি ও ওয়াশ খাতে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দিতে উদ্বুদ্ধ করতে সক্ষম হন এবং এই বাজেট বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও ট্র্যাক করেন।
সমাপনী আলোচনায় ২০২৫ সালের পর সিএসও প্ল্যাটফর্মের কৌশল নির্ধারণে সরকার, একাডেমিয়া ও দাতা সংস্থার সক্রিয় অংশগ্রহণে উন্মুক্ত মতবিনিময় হয়। এই অধিবেশনটি পরিচালনা করেন প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক ইমাম মাহমুদ রিয়াদ।
সম্মেলনের শেষে অংশগ্রহণকারীরা নির্ধারিত সুপারিশমালা ও যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়, যা পুষ্টি ও ওয়াশ খাতে অনূর্ধ্ব-৫ শিশুদের জন্য সিএসওদের ভূমিকা আরও জোরদার করতে সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।