১৯৮০–এর দশকে গলায় শিকলের মালা ঝুলিয়ে যখন মঞ্চ মাতাতেন যুক্তরাষ্ট্রের হিপহপ শিল্পীরা, তখন এই শিকলই হয়ে ওঠে তাঁদের পরিচয়—বাঁধন ভেঙে বেরিয়ে আসার ঘোষণা। একদিকে শক্তি, অন্যদিকে মুক্তির প্রতীক হয়ে ওঠে শিকল। এই প্রতীকী ধারা বজায় রেখে রিয়ানা, জেনডেয়া কিংবা কার্ডি বির পোশাক ও গয়নায় নিয়মিত দেখা যায় শিকল। কোরিয়ার পপ তারকারাও বেছে নিচ্ছেন এই ধাতব অনুষঙ্গ।
শুধু পশ্চিমে নয়, দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক, গয়না ও ব্যাগে এখন জায়গা করে নিয়েছে শিকল। পোশাক, মালা, ব্রেসলেট ও কানের দুলেও দেখা যাচ্ছে শিকল। গয়নার ব্র্য্যান্ড কনক দ্য জুয়েলারি প্যালেসের স্বত্বাধিকারী লায়লা খায়ের বলেন, ‘ধাতব শিকলের গয়নাগুলো নিয়মিত ব্যবহারের জন্য বেশ উপযোগী।
নিশ্চিন্তে অনেক বছর ব্যবহার করা যায় সোনা, রুপা বা স্টেইনলেস স্টিলের তৈরি শিকলের গয়না। আজকাল নারী-পুরুষ উভয়ই পরছেন এসব গয়না। ভারতীয় তারকা সালমান খানের হাতেও দেখা যায় শিকলে বাঁধা ফিরোজা পাথরের ব্রেসলেট। তাঁর হাতে পরা এ রকম ব্রেসলেট কিনেছেন অনেক ভক্ত, এখনো কিনছেন।