ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী রোডম্যাপের খসড়ায় অনুমোদন পেলে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। বলেছেন, ভোটকেন্দ্র না বাড়িয়ে, কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি এখন পর্যন্ত উদ্বেগের কোন কারণ দেখছে না বলেও জানান তিনি।
