অনলাইন গেমে শিশুমনে ‘প্রভাব’, নিয়ন্ত্রণে লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ বিধানসভায়

অনলাইন গেমে শিশুমনে ‘প্রভাব’, নিয়ন্ত্রণে লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ বিধানসভায়

কলকাতা: অনলাইন গেম, ঘোড়দৌড়ের মতো প্রতিযোগিতায় এবার ২৮% জিএসটি লাগু হতে চলেছে। এই মর্মে আজ দ্য ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩ পাশ হল রাজ্য বিধানসভায়। ১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া আইন।

অনলাইন গেমিং প্রসঙ্গে বাংলা সরকার জানায়, অনলাইন গেমের মাধ্যমে শিশু মনের উপর প্রভাব বিস্তার করছে ফলে এটার একটা নিয়ন্ত্রণ দরকার। যদিও গোয়ার সরকার প্রতিবাদ জানিয়েছিল এই বিষয়ে। তাদের বক্তব্য ছিল ক্যাসিনোর মতো প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু এই ধরনের খেলার মাধ্যমে একটা রাজ্যের রাজস্ব আদায় হতে পারে না এটাই বক্তব্য ছিল বাংলার সরকারের। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল বাংলা সরকারের এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

অনলাইন গেমে শিশুমনে ‘প্রভাব’, নিয়ন্ত্রণে লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ বিধানসভায়

এ ছাড়াও নয়া আইনে, ২ কোটি টাকা পর্যন্ত যদি ট্যাক্স ফাঁকি দেয় কেউ তাহলে এবং তার ওপর যদি চিটিং-এর কোনও অভিযোগ থাকে, তাহলে এবার থেকে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হবে।

Published by:Sanjukta Sarkar

First published:

Tags: GST, Online game

Scroll to Top