অনন্ত জলিলের দাবি মিথ্যা – DesheBideshe

অনন্ত জলিলের দাবি মিথ্যা – DesheBideshe


অনন্ত জলিলের দাবি মিথ্যা – DesheBideshe

ঢাকা, ২০ মার্চ – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।

বুধবার (১৯ মার্চ) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এ ছাড়া, বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য।

সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে শফিকুল আলম বলেন, প্রকৃত তথ্য হলো- গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা ছিল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৫



Scroll to Top