Last Updated:
বহু বছর ধরেই বেহাল রাস্তা, বিভিন্ন এলাকার বহুবার টেন্ডার পাশ হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতির কাজ অর্ধেকই থেকে গেছে।

দু’সপ্তাহের বেশি জল দাঁড়িয়ে কামাটির একাধিক এলাকায়
কামারহাটি: বছরের পর বছর বেহাল রাস্তা, তার মধ্যেই টানা নিম্নচাপের বৃষ্টিতে সপ্তাহখানেকধরে জল যন্ত্রণায় কামারহাটির বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তির শিকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী। বহু বছর ধরেই বেহাল রাস্তা, কামারহাটির বিভিন্ন এলাকার বহুবার টেন্ডার পাশ হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতির কাজ অর্ধেকই থেকে গেছে।
দীর্ঘদিন ধরেই রাস্তা সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ তারই মধ্যে টানা নিম্নচাপের বৃষ্টিতে জলে নাজেহাল কামারহাটির বিভিন্ন এলাকার ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় জল দু’সপ্তাহর বেশি দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা পড়েছেন বিপাকে, জমা জলের পচা গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে বহু জায়গায়। জলের মধ্যে দিয়েই বিপজ্জনক ভাবে চলছে বড় গাড়ি থেকে শুরু করে টোটো অটো একাধিক যান চলাচল। অল্প বৃষ্টি হলেই পানিহাটি ও কামারহাটি অঞ্চলের বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। এবং প্রত্যেক বছরই এই জমা জলের সমস্যা সৃষ্টি হয়।
কিন্তু এখন স্থানীয়দের একটাই প্রশ্ন—স্থায়ী সমাধান কবে? এই জল যন্ত্রণার সমাধান বা কোথায়? প্রশাসন কী নেবে এর কোন দায়িত্ব? এখন দেখার এটাই যে এই নরক যন্ত্রণা থেকে কামারহাটি বাসীর মুক্তি আদৌ সম্ভব কিনা!
শুভজিৎ সরকার
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 30, 2025 8:26 PM IST