অতঃপর হলিউডে জনি ডেপ, লুক দেখে মুগ্ধ নেটিজেন | চ্যানেল আই অনলাইন

অতঃপর হলিউডে জনি ডেপ, লুক দেখে মুগ্ধ নেটিজেন | চ্যানেল আই অনলাইন

আলোচিত মানহানি মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। ভিনদেশি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি গান-কনসার্টে অংশগ্রহণ করেছেন। নিজের আঁকা চিত্রকর্মও প্রকাশ করেছেন। আড়াই দশক পর পরিচালনাতেও ফিরেছেন এই তারকা।

তবে সবাই অপেক্ষায় ছিলেন, প্রিয় অভিনেতাকে পুনরায় হলিউডের ছবিতে দেখার! এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে। ‘ডে ড্রিঙ্কার’ এর মাধ্যমে হলিউডে ফিরতে চলেছেন এই সুপারস্টার। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড-এর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার পর এটিই হতে যাচ্ছে হলিউডে তার প্রথম সিনেমা।

চলচ্চিত্রটির নির্মাতারা সম্প্রতি জনি ডেপের চরিত্রের প্রথম লুক প্রকাশ করেছেন, যা দেখে অনলাইনে রীতিমতো ঝড় উঠে গেছে! চমকে গেছেন জনি ডেপের ভক্তসহ অন্যরাও!

লায়নসগেট-এর অফিশিয়াল পোস্টে ‘ডে ড্রিঙ্কার’-এ জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। আর প্রকাশ করা হয় অন্য কাস্টিংয়ের নামও। যেখানে জনি ডেপ ছাড়াও উল্লেখ করা হয় পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরো বেশ কয়েকজন তারকার নাম।

মুহূর্তেই জনি ডেপের লুকটি ছড়িয়ে যায়। অন্তর্জালে ‘ডে ড্রিঙ্কার’-এ জনি ডেপের লুক নিয়ে রীতিমত হইচই। প্রকাশিত ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রূপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে একটি পানীয় নিয়ে পোজ দিয়েছেন। তার এই নতুন রূপ দেখে ভক্ত অনুরাগীরা অভিভূত।

সোশ্যাল মিডিয়ায় এমন লুকে জনি ডেপকে দেখে মন্তব্য করেন, “ওহ মাই গড, জনি দারুণ দেখাচ্ছে! এই সিনেমা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” আরেকজন লেখেন, “এই সিনেমা দেখার জন্য মুখিয়ে আছি, তিনি তো একটা কিংবদন্তী!”

অন্য একজন ভক্ত বলেন, “জনি ডেপ আর মানু রিওস একসঙ্গে? আমার স্বপ্ন সত্যি হলো!” আরেকজন লেখেন, “কী দারুণ কাস্ট! জনি আর পেনেলোপে আবার একসঙ্গে—এটা অসাধারণ হতে চলেছে।”

হলিউডের নতুন এই ছবিটি নিয়ে ভ্যারাইটি বলছে, এই গল্প এক প্রাইভেট ইয়টের বারটেন্ডার (ম্যাডেলিন ক্লাইন) কে কেন্দ্র করে, যিনি এক রহস্যময় অতিথি (জনি ডেপ)-র মুখোমুখি হন। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে এক অপরাধ জগতের নারী চরিত্র (পেনেলোপে ক্রুজ)-এর সঙ্গে জড়িয়ে পড়ে। গল্পে আছে এমন এক ব্যক্তি, যিনি অন্ধ ছিলেন, পরে দৃষ্টি ফিরে পেলেও স্ত্রীকে বলেন না এবং আবিষ্কার করেন, বহু বছর ধরে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সহজ শুরু দিয়ে গল্পটি ধীরে ধীরে জটিলতায় রূপ নেয়।

এটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মার্ক ওয়েব। যিনি ফাইভ হানড্রেড ডেজ অব সামার, দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান -এর জন্য নন্দিত। এটি প্রযোজনা করেছে থান্ডার রোড (বেসিল ইওয়ানিক ও এরিকা লি)। সহ-প্রযোজনা ও পরিবেশনায় আছে লায়নসগেট ও থার্টি ওয়েস্ট।

নির্মাতাসূত্রে জানা গেছে, জনি ডেপ ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামি বছরের শুরুর দিকে সিনেমাটি বড়পর্দায় আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। –লাইভ মিন্ট

Scroll to Top