টরন্টো, ২১ আগস্ট – ফের কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হলেন ড. খলিলুর রহমান। তাকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাসের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খলিলুর রহমান ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা খলিলুর রহমান। কূটনীতিক হিসেবে তিনি নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লিয়েনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও কাজ করেছেন।
এন এ/ ২১ আগস্ট