অচেনা তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত যুবদল কর্মী শাকিল

অচেনা তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত যুবদল কর্মী শাকিল

নোয়াখালীর বেগমগঞ্জে অপহরণের মুখে পড়া এক তরুণকে বাঁচাতে গেলে ইয়াছিন আরাফাত শাকিল নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শাকিলের ছোট ভাই শুভকেও সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে তারা।

বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান ও স্থানীয়রা জানায়, সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাকিলসহ কয়েকজন বেগমগঞ্জ উপজেলার ছয়ানীর গঙ্গাপুর বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সেসময় সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে দোকানে বসা এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করলে শাকিলসহ কয়েকজন তাদের বাধা দেয়।

তখন সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসী কর্তৃক আটক তিন সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Scroll to Top