ঈদে ভারতে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে এই ছবিটির অগ্রিম টিকেট বুকিং। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ‘সিকান্দার’র প্রায় ৪০ হাজারেরও বেশি টিকেট বিক্রি হয়ে করতে সমর্থ হয়।
জানা গেছে, হিন্দির টুডি ভার্সনের জন্য মোট ১.১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকান্দার’ ৫ কোটি টাকার বেশি আয় করেছে।
;
গোটা ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দার’। সেন্সর বোর্ডের কাঁচিতেও খুব একটা কাটছাঁট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র।
সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গেছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। তাদের অনুমান, প্রথম দিনেই ৫০ কোটির গণ্ডি পেরবে সালমান খানের ‘সিকান্দার’। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘ব্লকবাস্টার হবেই’।
এছাড়াও সিনেমা সংশ্লিষ্টরা আশা করছে, আগামী শুক্রবারের (২৮ মার্চ) মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে এ সিনেমার।
এমনিতে ভারতে ঈদ মানেই সিনেমাপ্রেমীরা সালমানের কোনো জমাটি ছবির অপেক্ষায় থাকেন। গত বছর ঈদে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। তাই এ বছর ঈদে তাঁর ছবিকে ঘিরে উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। ‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে।
এ আর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমান আর রাশমিকা মান্দানার জুটি দেখা যাবে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল অগ্রওয়াল, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।