বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অধ্যাপক পারভীন হাসান, খুশী কবির, জেড আই খান পান্না, অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী শিরীন পারভীন হক, আলোকচিত্রী শহিদুল আলম, সুব্রত চৌধুরী, শাহীন আনাম, লেখক রেহনুমা আহমেদ, শামসুল হুদা, অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, আইনজীবী তবারক হোসেইন, সারা হোসেন প্রমুখ।
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতি রোধে সরকারের সদিচ্ছা ও কার্যকর ভূমিকা পালনের জন্য কয়েকটি সুপারিশ করেছেন বিবৃতিদাতারা। এগুলো হলো—