ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে অর্ধডজন প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় অক্টোবরের শেষে থাইল্যান্ড সফরে যাবে ঋতুপর্ণারা। সেখানে ২৫ ও ২৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।
ছুটি কাটিয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় ফিরবেন কোচ পিটার বাটলার। এরপর জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের নিয়ে শুরু হবে ক্যাম্প। তবে এবার বাফুফে ভবনে নয়, ক্যাম্প হবে কোনো পাঁচ তারকা হোটেল কিংবা রিসোর্টে।
এশিয়ান কাপের প্রস্তুতিতে মাঠের লড়াই জোরদার করতে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ভিয়েতনাম ও আজারবাইজানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলকে জাপানে অনুশীলনের সুযোগ করে দেবে বাফুফে। টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে নিউজিল্যান্ড সফরেরও চেষ্টা চলছে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।
ঢাকাপ্রতিদিন/এআর