‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’

‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় পর আবারও পর্দায় আসছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা। নতুন এই মুভির নাম ‘ধূমকেতু’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অভিনেতা দেব।

‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’

ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, এক বিশেষ সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকা শুভশ্রী প্রসঙ্গে নিজের মতামত জানান দেব। তিনি বলেন, গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয়, তাহলে আমি সত্যিই জানি না আমি কী বলবো? কী বলা উচিত আমি জানি না!

দেব আরও বলেন, আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী রিয়েকশন দেব, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে? নাকি কোনো কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনো আইডিয়া নেই।

এরপরই শুভশ্রীর প্রশংসা করে এ অভিনেতা বলেন, আমি শুধু এইটুকু জানি, ও যেভাবে নিজের পরিবার সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। একজন মেয়ের জন্য এটা সহজ নয়। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শান্তিতে থাকুক। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে দেবের মতামত শুভশ্রীর কানে পৌঁছালে পাল্টা জবাব দেন অভিনেত্রী। শুভশ্রী বলেন,
ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। তবে হ্যাঁ, দেবকে ধন্যবাদ আমার পরিশ্রমটা ওর চোখে পড়েছে, আমার প্রশংসা করেছে।

একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়।

সর্বশেষ ২০১৫ সালে ‘ধুমকেতু’ সিনেমার সেটে কথা বলেছিলেন শুভশ্রী ও দেব। ছবি: সংগৃহীত

সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

Scroll to Top