৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

ব্রেন্টফোর্ডের বিপক্ষে পিছিয়ে পড়লেও শেষ দিকে প্রত্যাবর্তন করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ব্যবধানটাই কমেছে কেবল। ৭ গোলের ম্যাচে স্বাগতিক দলটির কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন কেভিন শেড। ইউয়ান উইসা করেন এক গোল। বাকি গোলটি এসেছে ইউনাইটেড ডিফেন্ডার লুক শ’র ভুলে। ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেন মাসুন মাউন্ড, আলেজান্দ্রো গারনাচো ও আমাদ।

ব্রেন্টফোর্ডের মাঠে আগে লিড পায় ম্যানচেস্টার। ১৪ মিনিটে মাউন্টের গোলে এগিয়ে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি। ২৭ মিনিটে লুক শ নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে স্বাগতিকরা। মিনিট ছয়েক পর ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন কেভিন শেড। ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর সমানে-সমান লড়াই করেছিল দুদল। ৭০ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ব্রেন্টফোর্ড। নিজের দ্বিতীয় গোলটি করেন কেভিন। চার মিনিট পর ব্যবধান বাড়ান ইউয়ান। ৪-১ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে উঠে ইউনাইটেড। ৮২ মিনিটে ব্যবধান কমান গারনাচো। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোলটি করেন আমাদ। শেষ অবধি ৪-৩ গোলে হেরে ফিরতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

Scroll to Top