১৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে লিবিয়া ম্যাচ বয়কট নাইজেরিয়ার | চ্যানেল আই অনলাইন

১৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে লিবিয়া ম্যাচ বয়কট নাইজেরিয়ার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আফ্রিকান নেশনস কাপের বাছাই খেলতে লিবিয়ার উদ্দেশে উড়াল দিয়েছিল নাইজেরিয়া। দেশটিতে নামার পর বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় ধরে খাবার-পানি ছাড়া আটকে ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড়রা। ভোগান্তিতে রাখার প্রতিবাদে লিবিয়ার বিপক্ষে ম‍্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে দলটি।

লিবিয়ার বেনগাজিতে স্বাগতিকদের বিপক্ষে খেলার কথা ছিল নাইজেরিয়ার। ভেন‍্যু থেকে আড়াইশ কিলোমিটার দূরে আল আবরাক বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয় ফুটবলারদের। ম্যাচ থেকে নিজেদের সরিয়ে দেশে ফিরে যাচ্ছেন তারা।

GOVT

নাইজেরিয়া অধিনায়ক উইলিয়াম ট্রস্ট-একং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নিশ্চিত করেছেন। পরিস্থিতির বর্ণনা করে একাধিক পোস্টের পাশাপাশি বেশকিছু ছবিও শেয়ার করেছেন।

ম্যাচ না খেলার বিষয়ে উইলিয়াম বলেছেন, ‘অধিনায়ক হিসেবে, দলের সঙ্গে ঐক‍্যবদ্ধ আছি। আমরা ঠিক করেছি, এই ম‍্যাচ খেলব না। এইযে আমাদের কথা বলার সময় বিমানে জ্বালানি ভরা হচ্ছে, দ্রুতই নাইজেরিয়ার উদ্দেশে আমাদের যাত্রা শুরু হবে।’

‘আমরা নিজেদের সম্মান করি এবং প্রতিপক্ষকেও সম্মান করি, যখন তারা নাইজেরিয়ায় অতিথি হিসেবে আসে। ভুল হতেই পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত কাজের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের কোনো সম্পর্ক নেই। এ ধরনের আচরণের পর তারা পয়েন্ট পাক। আমরা সড়কপথে ভ্রমণ মেনে নেব না, এমনকি নিরাপত্তার স্বার্থেও এটা ঠিক নয়। আমরা ভাবতেও পারছি না, কেমন হোটেল কিংবা খাবার দেয়া হবে যদি আমরা যাত্রা অব্যাহত রাখি।’

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) বলেছে, দলের চার্টার্ড ফ্লাইটের গন্তব‍্য ছিল বেনগাজি। তবে কোনো বিকল্প বাহনের ব‍্যবস্থা না রেখেই গতিপথ পাল্টে সেটাকে অনেকদূরে আল আবরাক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়।

এনএফএফ ডিরেক্টর অব কমিউনিকেশনস আদেমোলা ওলাজিরে বলেছেন, ‘খেলোয়াড়রা ম্যাচে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এনএফএফ কর্তারা তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলকে (সিএএফ) আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে এনএফএফ।’

এই ঘটনা ইচ্ছাকৃত নয়, দাবি করেছে লিবিয়ান ফুটবল ফেডারেশন। তারা নাইজেরিয়াকে পরিস্থিতি উপলব্ধি করার আহ্বান জানিয়ে বলেছে, এটা নাশকতা নয়। এই বিষয়ে সিএএফ এখনও কোনো মন্তব্য করেনি।

গত শুক্রবার প্রথম লেগের ম্যাচে নাইজেরিয়ার ঘরের মাঠে ১-০ গোলে হারে লিবিয়া। ম্যাচের পর লিবিয়া অভিযোগ করেছিল, নাইজেরিয়া ভ্রমণে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাদের। লিবিয়ার অধিনায়ক ফয়সাল আল-বাদরি দাবি করেন, এনএফএফ তাদের নির্বিঘ্নে চলাচল করতে দেয়নি। সেই ঘটনার রেশ ধরেই নাইজেরিয়ানদের সঙ্গে এমন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top