ওয়াশিংটন, ৩১ জানুয়ারি – যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু না হতেই একের পর এক মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, বুধবারের মারাত্মক দুর্ঘটনায় জড়িত ব্ল্যাক হক হেলিকপ্টারটি ‘অনেক বেশি উঁচু দিয়ে উড়ছিল।’
শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন।
বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। উড়োজাহাজ ও হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিমানে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই। ইতিমধ্যে ৪০টি মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের জন্য ডেমোক্রেট ও ফেডারেল সরকারের বৈচিত্র্যপূর্ণ উদ্যোগকে দোষারোপ করেছেন।
শুক্রবার তিনি ট্রুথে এক পোস্টে লিখেছেন, “ব্ল্যাক হক হেলিকপ্টারটি অনেক উঁচু দিয়ে উড়ছিল, অনেক বেশি। এটি ২০০ ফুট সীমার অনেক উপরে ছিল। এটা বোঝা আসলে খুব জটিল নয়, তাই না?”
সূত্র: রাইজিংবিডি
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৫