অভিনেতা আফরান নিশো সবসময় বলে থাকেন, তিনি খুব সাধারণ জীবন যাপন পছন্দ করেন। অনস্ক্রিনে নানামাত্রিক চরিত্রে নিজেকে উজাড় করলেও অফস্ক্রিনে নিশো ঠিক তার উল্টো। নিশো একা নন, জানালেন, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তারাও সিম্প্লিসিটি পছন্দ করেন।
দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করলেন নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি মুক্তির আগে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নিজের সহজ-সরল জীবন যাপনের কথা অকপটে জানিয়ে এই অভিনেতা বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’
আফরান নিশোর ক্যারিয়ার প্রায় দুই দশকের। মডেলিং থেকে নাটকে এসে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এরপর আসেন সিনেমাতে। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ দুটি সিনেমাই ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছেন। এখন নিশো বড়পর্দায় মনোযোগী। বাংলাদেশের শোবিজ জগতে মিথ রয়েছে, বড় তারকাদের সবার চেয়ে আলাদা হয়ে চলাফেরা করতে হয়, থাকতে হয় ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু নিশো এটা মানেন না।
কেন পশ লাইফ লিড না করলে এতো সিম্পল লাইফস্টাইল মেইন্টেইন করেন, এমন প্রশ্নের উত্তরে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।’
আফরান নিশো আরও বলেন, ”হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।”
এসভিএফ আলফা আই প্রযোজিত ‘আঁকা’ সিরিজটি ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে আফরান নিশো বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। কদিন আগে সিরিজটির ট্রেলারটি প্রকাশ পেয়েছে যা দর্শকদের মাঝে পুরো সিরিজ দেখার আগ্রহ বাড়িয়েছে। আগামী ঈদুল ফিতরে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে। রেদওয়ান রনির পরিচালনায় এতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।