যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ৬ সেপ্টেম্বর টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা হামাসের সাথে খুব গভীর আলোচনায় আছি।’ হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের মধ্যে কিছু জিম্মি হয়তো সম্প্রতি মারা গেছেন বলেও জানান তিনি।
তিনি সাংবাদিকদের আরও জানান, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুবই জটিল হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের সময় ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায়, যার মধ্যে ৪৭ জন এখনও গাজায় রয়েছে। ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আর ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়।