হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-হাতবোমাসহ আটক ১ | চ্যানেল আই অনলাইন

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-হাতবোমাসহ আটক ১ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা ও ৩টি বগিদা জব্দ করা হয়।

শুক্রবার ৮ আগস্ট বিকেলে এক প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্যগুলো নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ৎ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু বক্কর সিদ্দিক নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ আড়ৎ থেকে নিজামকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার আড়তে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বগিদা ও হাতবোমাগুলো জব্দ করা হয়।

নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলো।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ডাকাত আবু বকর সিদ্দিক নিজামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হবে।

Scroll to Top