মৌলভীবাজারের হাইলহাওরে ফিসারী প্রকল্প ও কাউয়াদিঘি হাওরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে ‘হাওর রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁর হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘হাওর রক্ষা আন্দোলন’ সংগঠনের সংবাদ সম্মেলনে বক্তারা জানান, “কৃষি জমি দখল, জালিয়াতি ও প্রাকৃতিক হাওর ধ্বংসের ষড়যন্ত্র চলছে।”
তারা আরও বলেন, হাইলহাওরে কৃষি জমি কিনে এবং সরকারি জমি দখল করে একাধিক ব্যক্তি ও বহুজাতিক কোম্পানি ফিসারি, সৌরবিদ্যুত, পোল্টি্র শিল্প প্রকল্প স্থাপন করতে চাইছে। ভূমিদস্যুদের সহায়তায় জাল দলিল তৈরি করে, হাওর ধ্বংসের পাঁয়তারা চলছে। এতে হাইলহাওরের জীববৈচিত্র্য, কৃষি, এবং জলাভূমিভিত্তিক জীবনব্যবস্থা হুমকির মুখে পড়বে।
কাউয়াদিঘি হাওরেও ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করে এই সংগঠনটি।
তারা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে, অন্যদিকে হাওরনির্ভর জনগোষ্ঠী জীবিকা হারাবে।
এই সংবাদ সম্মেলনে বক্তারা এসব প্রকল্প অবিলম্বে বন্ধের এবং হাওর এলাকাকে ‘সংরক্ষিত পরিবেশ অঞ্চল’ হিসেবে ঘোষণার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, ‘হাওর রক্ষা আন্দোলন’ সংগঠনের মৌলভীবাজারের আহবায়ক আসম সালে সুহেল, সদস্য সচিব খসরু চৌধুরী, আইনজীবী হুমায়ুন রশীদ সুয়েব, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসীনসহ আরও অনেকে।