হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দলটি।

চীনের দাজহুতে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথমদিনে নেমেছিল বাংলাদেশ। জোড়া গোল করেন দ্বীন ইসলাম, অন্য গোলটি অমিত হাসানের। শনিবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন যুবারা।

ম্যাচের প্রথম অর্ধে দুই গোল পায় বাংলাদেশ। ২০ মিনিটে ফিল্ড গোলে লিড এনে দেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে তৃতীয় গোলটি পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে হংকং জালে বল পাঠান অমিত।

পুল-এ’তে বাংলাদেশের সঙ্গী হংকং, চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ।

Scroll to Top