স্টেশনে বসে শান্তিতে মোবাইলে ‘ভিডিও’ দেখছিলেন যুবক…, হঠাৎ হাজির দুই Civic ভলেন্টিয়ার, মুহূর্তে যা ঘটল, ছুটে এল GRP, শিউরে উঠবেন শুনলেই!

স্টেশনে বসে শান্তিতে মোবাইলে ‘ভিডিও’ দেখছিলেন যুবক…, হঠাৎ হাজির দুই Civic ভলেন্টিয়ার, মুহূর্তে যা ঘটল, ছুটে এল GRP, শিউরে উঠবেন শুনলেই!
কেউ কেউ বলছেন, পুলিশ তো সাহায্য করার জন্য, এখন ওরাই যদি এভাবে মানুষকে মারে, তবে কোথায় যাব আমরা? এদিকে এই ঘটনার পর থেকেই সমুদ্রগড় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা ও সাধারণ মানুষ। যাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা উচিত, তাঁরাই যখন ‘দাদাগিরি’ শুরু করেন, তখন আশঙ্কা বাড়ে, এটাই বলছেন এলাকার বাসিন্দারা।স্টেশনে বসে শান্তিতে মোবাইলে ‘ভিডিও’ দেখছিলেন যুবক…, হঠাৎ হাজির দুই Civic ভলেন্টিয়ার, মুহূর্তে যা ঘটল, ছুটে এল GRP, শিউরে উঠবেন শুনলেই!

কেউ কেউ বলছেন, পুলিশ তো সাহায্য করার জন্য, এখন ওরাই যদি এভাবে মানুষকে মারে, তবে কোথায় যাব আমরা? এদিকে এই ঘটনার পর থেকেই সমুদ্রগড় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা ও সাধারণ মানুষ। যাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা উচিত, তাঁরাই যখন ‘দাদাগিরি’ শুরু করেন, তখন আশঙ্কা বাড়ে, এটাই বলছেন এলাকার বাসিন্দারা।

Scroll to Top