
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বল হাতে দাপুটে ছিল বাংলাদেশ। ২৫৪ রানে গুটিয়ে দেয় কিউইদের ইনিংস। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক লিটন কুমার দাস ব্যর্থ হলেও তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমে ভালো শুরু পায় টিম টাইগার্স। তবে ইশ সোধির দাপুটে বলে তানজিদ, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়ের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৪০ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন ১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।
২৫৪ রান তাড়ার লক্ষ্যে নেমে কিছুটা রক্ষণাত্মক মনোভাবে ইনিংস শুরু করে বাংলাদেশ। লিটন স্ট্রাগল করেছেন প্রথম বল থেকেই। কাইল জেমিসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান।
জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ১৯ রানে রাচিন রবীন্দের হাতে ক্যাচ দিয়ে শিকার হন জেমিসনের। ১৬ বলে ৬ রান করেন টাইগার ওপেনার।

লিটন ফেরার পর তানজিদ তামিমকে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। দুজনেই ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। ৪১ রানের জুটি গড়ে ১১তম ওভারের চতুর্থ বলে ইশ সোধির শিকার হন তানজিদ। ১২ বলে ১৬ রান করে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার টপঅর্ডার।
দীর্ঘ সময় পর দলে ফেরা সৌম্য সরকার ব্যাটে নামেন চারে। তবে ব্যর্থ হন এই টাইগার অলরাউন্ডার। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও দ্বিতীয় বলেও ক্যাচ দেন সোধির হাতে। রানের খাতা না খুলেই ফিরেছেন প্যাভিলিয়নে।
১৫তম ওভারের প্রথম বলে দলীয় ৭০ রানে ইনসাইড এইজে বোল্ড হন হৃদয়। ৪ রান করে ফিরে যান সোধির শিকার হয়ে।