সৌদি আরবে লাখো প্রবাসীকে গানে গানে মাতালেন নগর বাউল জেমস। জেদ্দার পাসপোর্ট টু দ্যা ওয়ার্ল্ড নামের ফেস্টিভালে অংশ নেন ২১টি দেশের প্রবাসীরা। বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতেই ফেস্টিভ্যালে জেমসের অংশগ্রহণ।