সেতু নাকি দোলনা ধরতে পারবেন না! তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত

সেতু নাকি দোলনা ধরতে পারবেন না! তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত

Last Updated:

গাড়ি গেলেই দুলে ওঠে সেতু। মনে হয় যেন এই বুঝি ভেঙেই পড়ল ব্রিজটি। আতঙ্কে থাকেন কুলপির মানুষজন।

+

সেতু নাকি দোলনা ধরতে পারবেন না! তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত

বেহাল সেতু।

কুলপি, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: গাড়ি গেলেই দুলে ওঠে সেতু। মনে হয় যেন এই বুঝি ভেঙেই পড়ল ব্রিজটি। যার ফলে আতঙ্কে থাকেন কুলপির ঝিঙরের খালের সেতু দিয়ে যাতায়াত করা মানুষজন। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতর বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের একটf মাত্র যোগাযোগের রাস্তা হল ঝিঙরের খালের উপর বহু পুরনো একটি ভগ্নপ্রায় সেতু।

প্রায় ৭০ মিটারের বেশি দীর্ঘ এই সেতুটির উপর দিয়ে প্রতিদিন লরি, ট্রাক সহ অটো, টোটো, ইঞ্জিন ভ্যান সহ শতাধিক গাড়ি যাতায়াত করে। এছাড়াও ৩০ থেকে ৩৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন। বর্তমানে সেতুটির উপর বিভিন্ন জায়গায় প্লাস্টার উঠে গিয়ে রড বেরিয়ে পড়েছে। চলাচলের পথে এই রড গেঁথে গিয়ে গাড়ির চাকার ক্ষতি হচ্ছে। এছাড়াও ব্রিজের উপর দিয়ে যখন বড় বড় গাড়ি যায়, তখন সেতু দুলে ওঠে।

যে পিলারগুলির ওপর ব্রিজটি দাঁড়িয়ে আছে, ইটের সেই পিলারগুলির অবস্থাও বেহাল। এই ব্রিজ থেকে প্রায় ৩৫০ মিটার দূরে রয়েছে বাজার, হাসপাতাল, উচ্চমাধ্যমিক স্কুল।  ভয়ঙ্কর অবস্থায় থাকা এই ব্রিজ নিয়ে স্থানীয় মানুষজনের অভিযোগের শেষ নেই। এ নিয়ে রমজান মোল্লা নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এই সেতু সংস্কার করলে খুব ভাল হয়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নাহলে সব সময় আতঙ্কে থাকতে হয় স্থানীয়দের। যদিও এই ব্রিজ সারানোর জন্য সবরকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। যা নিয়ে খুশি স্থানীয়রা। এখন দেখার কবে এই সেতুর সংস্কার হয়।

Scroll to Top