সুন্দরবনের জঙ্গলে বাঘের দেহ! তবে কি ফিরে এল আতঙ্কের দিন? ঠিক কী হয়েছে জানুন

সুন্দরবনের জঙ্গলে বাঘের দেহ! তবে কি ফিরে এল আতঙ্কের দিন? ঠিক কী হয়েছে জানুন

Last Updated:

শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলা বনবিভাগের অন্তর্গত বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। পরে এই বনি ক্যাম্পেই ময়নাতদন্ত হয়

প্রতীকী ছবিসুন্দরবনের জঙ্গলে বাঘের দেহ! তবে কি ফিরে এল আতঙ্কের দিন? ঠিক কী হয়েছে জানুন
প্রতীকী ছবি

দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মণ্ডল: এই ঘোর বর্ষায় অরণ্য সুন্দরী সুন্দরবন যেন তার বিপদের ডালি উজার করে রোমাঞ্চ প্রিয় পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এমন এক সময়ে দুঃখের খবর সুন্দরবনের বাতাসে। যাদের জন্য সুন্দরবনের জগৎজোড়া খ্যাতি, যে শ্বাপদ শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার পাশাপাশি মনের মধ্যে এক ঝলক দেখতে পাওয়ার আকুতি তৈরি করে, সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে!

গোটা দেশ ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যখন মেতে, ঠিক তখনই সুন্দরবন থেকে এসে পৌঁছল এই দুঃখের খবর। শুক্রবার সকালেই এক পূর্ণবয়স্ক বাঘের দেহ উদ্ধার হয় সুন্দরবনে। বিষয়টি নজরে আসতেই সাড়া পড়ে যায়। প্রথমে কেউ কেউ মনে করেছিলেন আবার বুঝে সুন্দর মনের জঙ্গলে চোরা শিকারীদের উৎপাত শুরু হয়েছে। তাদের হাতেই মৃত্যু হয়েছে এই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের।

আরও পড়ুন: শঙ্খধ্বনি রত! ভারতমাতা’র নতুন রূপ প্রকাশ্যে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলা বনবিভাগের অন্তর্গত বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। পরে এই বনি ক্যাম্পেই বাঘটির দেহের ময়নাতদন্ত হয়। আর তা থেকেই জানা যায়, সম্পূর্ণ বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে এই পূর্ণবয়স্ক বাঘটির। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগণা বনবিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, বাঘটি পূর্ণ বয়স্ক ছিল। তাই বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

Scroll to Top