খাতুনগঞ্জের হামিদুল্লা মিঞা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, মঙ্গলবার সকালে পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা ছিল। তবে দুপুরের দিকে বাজারে খবর ছড়িয়ে পড়ে ভারত থেকে পেঁয়াজের গাড়ি আসছে না। এতে বিকেলে আবার দাম ৬৫ থেকে ৭০ টাকা হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার খাতুনগঞ্জে প্রায় ১০–১১টি পেঁয়াজবাহী ট্রাক এসেছে। সে হিসাবে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কেজি ভারতীয় পেঁয়াজ খাতুনগঞ্জের ঢুকেছে।
চট্টগ্রামের বাজারে গত চার-পাঁচ মাস ভারতীয় পেঁয়াজ তেমন দেখা যায়নি। চাহিদার প্রায় পুরোটাই মিটিয়েছে দেশি পেঁয়াজ। তবে বাজারে এর সরবরাহ কমতে শুরু করলে দাম বাড়তে থাকে। আগস্ট মাসের শুরুতে পেঁয়াজের দাম প্রতি সপ্তাহে কেজিতে চার-পাঁচ০ টাকা করে বাড়তে থাকে।