সিলেট, ১৭ ফেব্রুয়ারি – অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র্যাব।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেট নগরীর বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।
এদিকে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ফেঞ্চুগঞ্জ পালবাড়ি (৯০ মেগাওয়াট) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রোববার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহদপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিকে, ফেঞ্চুগঞ্জ থেকে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরমান হোসেন আনু (৫৪) ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত মো. রব্বানির ছেলে।
সূত্র: কালবেলা
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫