সিঁদুর খেলা শেষের পথে, বিসর্জন শুরু, এক বছরের অপেক্ষা নিয়ে উমা চললেন কৈলাশে

সিঁদুর খেলা শেষের পথে, বিসর্জন শুরু, এক বছরের অপেক্ষা নিয়ে উমা চললেন কৈলাশে
সিঁদুর খেলা শেষের পথে, বিসর্জন শুরু, এক বছরের অপেক্ষা নিয়ে উমা চললেন কৈলাশে

কলকাতাঃ এ বারের মতো পুজো শেষ! ঘরের মেয়ে উমা চললেন কৈলাশে৷ বাপের বাড়িতে কয়েকদিন কাটিয়ে উৎসব শেষে এ বার তাঁর ফেরার পথ ধরার পালা৷ বাঙালির মন খারাপ, এ বারের মতো শেষ পুজো৷ ঘাটে-ঘাটে সকাল থেকেই ছিল প্রস্তুতি, বেলা বাড়তেই বরণ সেরে একে একে বাড়ির পুজোর ঠাকুর এল গঙ্গার বিভিন্ন ঘাটে৷ সাত পাকে ঘুরিয়ে ঠাকুর গেল জলে৷ কলকাতা-সহ বিভিন্ন জেলার পুজোর সমাপ্তি পর্বের চেহারা একই রকম৷ ইছামতী, গঙ্গা, সর্বত্র ছবিটা একইরকম৷ শুধু যাওয়ার পথের মাঝে পড়ে নিরাশার মাঝেও খুঁজে পাওয়া একটু আশা, আসছে বছর আবার হবে৷

আরও পড়ুনঃ বিজয়া দশমী থেকেই দিন গোনা শুরু ২০২৪-এর দুর্গাপুজোর! ২০২৪-এর দুর্গাপুজোর দিনক্ষণ জানুন এক ক্লিকই

রীতি মেনেই বিভিন্ন পুরনো পুজোগুলির নবপত্রিকা বিসর্জন হয়েছে দশমীর সকালে। একইসঙ্গে শুরু হয়েছে সিঁদুর খেলা। সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল রাত থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঘাটগুলোয়। মোট ২৪টি ঘাটে ৪৮ বিপর্যয় মোকাবিলা দল মোতায়ন করা হয়েছে। জলে-স্থলে রয়েছে পুলিশের নজরদারি। ড্রোনের সাহায‍্যে চালানো হচ্ছে নজরদারি। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। বাবুঘাট, জাজেস ঘাট, বাগবাজার ঘাট, আহিরীটোলা ঘাট-সহ গঙ্গার একাধিক ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জন।

সিঁদুর খেলা ( ছবি সৌজন‍্যে- সিদ্ধার্থ সরকার)

বির্সজনের দিন ২৪,২৫,২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷ গত বছর রাজ্য জুড়ে ছিল পুজোর মেগা আয়োজন৷ হেরিটেজ তকমা পাওয়ার পর পুজো শুরু হয়েছিল একেবারে মহালয়া থেকে। এই বছর দুর্গাপুজো শুরু হয়েছে মহালয়ারও আগে থেকে। পুজো শেষ হলেও, ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়। তাই, চলতি বছরেও মেগা কার্নিভালের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেগা কার্নিভালে রাজ‍্যের বহু পুজোগুলি অংশ নেয় সেগুলি হল- সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, শিব মন্দির, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৬ পল্লি কালীঘাট, বাদামতলা আষাঢ় সংঘ, অবসর, স্বাধীন সংঘ, কোলাহল গোষ্ঠী চেতলা, নাকতলা উদয়ন সংঘ, বোস পুকুর তালবাগান, সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব ইত‍্যাদি। (ফাইল ছবি)মেগা কার্নিভালে রাজ‍্যের বহু পুজোগুলি অংশ নেয় সেগুলি হল- সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, শিব মন্দির, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৬ পল্লি কালীঘাট, বাদামতলা আষাঢ় সংঘ, অবসর, স্বাধীন সংঘ, কোলাহল গোষ্ঠী চেতলা, নাকতলা উদয়ন সংঘ, বোস পুকুর তালবাগান, সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব ইত‍্যাদি।

Published by:Salmali Das

First published:

Tags: Babughat, Durga Idol Immersion, Durga Puja 2023, Kolkata Police, West bengal Police

Scroll to Top