বাংলায় একটা প্রবাদ আছে, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। বয়জৈষ্ঠ্যরা যা বলেন তরুণরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে থাকেন। কারণওই যে, বয়স! কিন্তু একটা সময়ের পর ঠিকই তরুণরা বুঝতে পারেন, তাদের বাবা-দাদা যা বলেছিলেন, সেটাই আসলে ঠিক। সাধারণ মানুষ তো বটেই, এই কথা খাটে তারকাদের বেলায়ও।
এই ধরুন, সালমান খানের কথাই…বাবা সেলিম খানের দেওয়া এক সময়ের পরামর্শ না শোনার জন্য তিনি নাকি আফসোস করেন এখন। অন্তত তার ইনস্টাগ্রাম পোস্ট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
সালমান খান ইনস্টাগ্রামে প্রায়ই নিজের জীবনবোধ, ছবি শেয়ার করে থাকেন। ২৬ জুলাই এই অভিনেতা একটি পোস্টে কিছু কথা শেয়ার করেছেন। সালমান একটি ছবি শেয়ার করে, ক্যাপশনে তার বাবা সেলিম খানের দেওয়া একটি অত্যন্ত অর্থপূর্ণ পরামর্শ যুক্ত করে দিয়েছেন।
ছবিতে তাকে কালো টি-শার্ট পরে দেখা যাচ্ছে এবং খুব বিষন্ন দেখা যাচ্ছে তাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বর্তমান সেটাই যেটা তুমি অতীতে করেছো। অতীত তোমার ভবিষ্যৎকে ধরে ফেলে! বর্তমান হচ্ছে একটি উপহার। এ সময় যথাযথভাবে কাজ করো। বারবার ভুল করা অভ্যাস এবং চরিত্রে পরিণত হয়। কাউকে দোষ দিও না। কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না যা তুমি করতে চাও না। আমার বাবা আমাকে এই কথাটি বলেছিলেন, এটা খুবই সত্য!’
এরপর তিনি উল্লেখ করেছেন, এই কথা মেনে চলার জন্য খুব বেশি দেরি হয়ে যায়নি।
সালমানের এই পোস্টে তার ভক্তরা বিভিন্ন মতামত দিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনার ক্যাপশন! এত সুন্দর কথা এবং এটা খুবই সত্য।’ আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, ‘জ্ঞানের কথা, একেবারেই খুব বেশি দেরি হয়নি….কখনোই খুব বেশি দেরি হয়নি।’
এই পোস্ট দেখে অনেকেই ভাবছেন, তিনি হয়তো কখনও না কখনও বাবার পরামর্শ না শোনার জন্য অনুতপ্ত।
এটি প্রথমবার নয়, সালমান তার পোস্টের সাথে অর্থপূর্ণ ক্যাপশন লিখেছেন এর আগেও। তার ভক্তদের সাথে দারুণ সব কথা শেয়ার করেছেন, তাদের অনুপ্রাণিত করেছেন।
রোমান্স ও নাটকীয়তায় ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখার জন্য প্রস্তুত?
বলা প্রয়োজন, সালমান খানকে শেষ দেখা গিয়েছিল এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায়। সম্প্রতি সালমান তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা করেছেন। আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন ড্রামা।
উল্লেখ্য, ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এটি ২০২৬ সালে মুক্তি পাবে।
সূত্র: পিঙ্কভিলা