সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

জুমবাংলা ডেস্ক : ক্রমেই বেড়ে চলেছে চৈত্রের তীব্র খরতাপ, আর সেই সঙ্গে কমে আসছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদসারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

তাপমাত্রা আরও বাড়বে

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই-এক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রামের কিছু এলাকায় ২৯ বা ৩০ মার্চ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস

২৬ মার্চ (বুধবার): সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৭ মার্চ (বৃহস্পতিবার): আবহাওয়া প্রায় একই রকম থাকবে, সামান্য মেঘলা আকাশসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

২৮ মার্চ (শুক্রবার): আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের ইতিহাসে ২৪ দিনেই মাসের রেকর্ড ভেঙেছে রেমিট্যান্স

আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন। তাই তীব্র গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করুন এবং রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

Scroll to Top