সামারাবিক্রমা-মেন্ডিসের ফিফটিতে শ্রীলঙ্কার দুইশো – Allrounder BD

সামারাবিক্রমা-মেন্ডিসের ফিফটিতে শ্রীলঙ্কার দুইশো – Allrounder BD
সামারাবিক্রমা-মেন্ডিসের ফিফটিতে শ্রীলঙ্কার দুইশো – Allrounder BD

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২০ ওভারে ২০৭ রান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিস্কার, লঙ্কানদের যতটা সম্ভব কম রানে আটকে রাখা। সেই লক্ষ্যে টাইগার অধিনায়কের প্রধান অস্ত্র শরীফুল ইসলাম প্রথম ওভারেই এনে দিয়েছেন সফলতা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে আভিষ্কা ফার্নান্দোকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন।

তাসকিন আহমেদ পাওয়ারপ্লেতে উইকেট নিতে না পারলেও সুইং দিয়ে শ্রীলঙ্কান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। তবে শেখ মাহেদী হাসান নতুন বলে তেমন কিছু করতে পারেননি। ১ ওভারে খরচ করেছেন ১১ রান। প্রথম উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। কামিন্দুকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন তাসকিন।

তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুশল। ২৮ বলে পেয়ে যান অর্ধশতকের দেখা। রিশাদ আহমেদের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেন ডানহাতি এ ব্যাটার।

দারুণ ব্যাটিং করেছেন সাদিরা সামারাবিক্রমা। শুরুতে শরীফুল-তাসকিনদের দেখেশুনে খেলেছেন তিনি। এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছেন। ৪৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এই ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া চারিথ আসালাঙ্কা করেছেন অপরাজিত ৪৪ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

The post সামারাবিক্রমা-মেন্ডিসের ফিফটিতে শ্রীলঙ্কার দুইশো appeared first on Allrounder BD.

Scroll to Top