সাফ ফাইনাল: প্রথমার্ধে বাংলাদেশ-নেপাল গোলশূন্য সমতা | চ্যানেল আই অনলাইন

সাফ ফাইনাল: প্রথমার্ধে বাংলাদেশ-নেপাল গোলশূন্য সমতা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী মঞ্চে দারুণ লড়ছে সাবিনা খাতুনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

মেয়েদের সাফে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল সানজিদা-সাবিনাদের বাংলাদেশ।

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। পরের দশ মিনিটে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। তবে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যদল বাংলাদেশই।

দশম মিনিটে নেপালের একটি আক্রমণ বাংলাদেশের ক্রসবারে লেগে ফেরে। ২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের দূরপাল্লার শট স্বাগতিক গোলরক্ষকের হাতে জমে। এ অর্ধের বাকি সময়েও চলে একের পর এক গোলের সুযোগ তৈরির চেষ্টা, শুধু জালের দেখা পায়নি কেউই।

GOVT

২০ হাজার দর্শক ধারণক্ষমতার দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।

Chokroanimation

Scroll to Top