সাফের শিরোপায় এক দম্পতির ত্যাগ

সাফের শিরোপায় এক দম্পতির ত্যাগ

স্বামী-স্ত্রী হয়ে ওঠার গল্পটা বলছিলেন মাহবুবুর, ‘২০১০ সালের দিকে পরিবার থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। একদিন আমার বোন জানতে চায়, পরিচিত কোনো মেয়ে আছে কি না। তখন আমি অনন্যার (মাহমুদা) কথা বলি। এরপর দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে সবকিছু হয়েছে।’

Scroll to Top