সাদপন্থীদের নিষিদ্ধের দাবি, না হলে কাকরাইলে অবস্থানের হুমকি জোবায়েরপন্থীদের

সাদপন্থীদের নিষিদ্ধের দাবি, না হলে কাকরাইলে অবস্থানের হুমকি জোবায়েরপন্থীদের

কেফায়েতুল্লাহ আজহারী বলেন, সাদপন্থীরা তাবলিগ জামাত নয়। তাঁরা চরমপন্থী ও সন্ত্রাসী বাহিনী। টঙ্গীর ইজতেমা ময়দানে তাঁরা অতর্কিত হামলা চালিয়ে তিনজনকে হত্যা ও অনেক মানুষকে আহত করেছেন। তাঁদের নামে মামলা হলেও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তেমন অগ্রগতি নেই। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানসহ তাবলিগের সব কার্যক্রম শুরায়ি নেজামের (জোবায়েরপন্থী) অধীনে পরিচালনা করতে হবে।

তাবলিগের কোনো কার্যক্রম সাদপন্থীদের করতে দেওয়া হবে না উল্লেখ করে কেফায়েতুল্লাহ আজহারী বলেন, তাঁদের দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। খুনিদের গ্রেপ্তার ও সাদপন্থীদের নিষিদ্ধ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত। এর এক ভাগে ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা, অন্য ভাগে শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা।

Scroll to Top