সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিকা বললেন, এমন ফল আরও চাই

সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিকা বললেন, এমন ফল আরও চাই

সংবাদ সম্মেলনে মনিকাকে কথা বলতে হয়েছে তাঁর ভক্তদের নিয়েও। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ধীরস্থির কণ্ঠে বলেন, ‘আমি আমার ভক্তদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ওরা আমাকে অনেক সমর্থন করেছে। আমি চাই, ওরা আমাকে এভাবে সমর্থন করে যাক।’

সফরের শুরুটা হয়েছিল বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে। সেই জয়ই আত্মবিশ্বাসের বাতাস ছড়িয়ে দেয় দলে। ৩৬ ধাপ এগিয়ে থাকা দলকে ৭ গোলে উড়িয়ে দিতে পারলে অনেক কিছুই করা সম্ভব, খেলোয়াড়দের মধ্যে এই বিশ্বাসের বীজ বুনে দেন কোচ পিটার বাটলার। তারপর সফরের মাঝপথে এসেছে ঐতিহাসিক জয়। র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ লিখেছে নতুন ইতিহাস। আর শেষটা হলো আরেকটি বড় জয়ে। এই তিন ম্যাচ মিলিয়ে বাংলাদেশ করেছে ১৬ গোল, হজম করেছে মাত্র ১টি।

Scroll to Top