সবাইকে ছাড়িয়ে ভারতের বুমরাহই সেরা

সবাইকে ছাড়িয়ে ভারতের বুমরাহই সেরা

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ

২০২৪ সালটা যেন স্বপ্নের মতো কেটেছে জাসপ্রিত বুমরাহর। দল জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানেও ১৫ উইকেট নিয়ে তার দারুণ অবদান। টেস্ট ক্রিকেটে গত বছর তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি আর কোনো বোলার। সেটার জন্য আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাবও জিতেছেন এই ডানহাতি পেসার। এবার জাদুকরি বোলিংয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স’ পুরস্কার জিতলেন ভারতের এই শীর্ষ বোলার।

আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে বুমরাহকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসির ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী এই বোলার। সেরার লড়াইয়ে বুমরাহ পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জোর রুট, হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

গত বছর কোনো ওয়ানডে না খেললেও ভারতের ১৭ বছর পর জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪.১৭ গড়ে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন বুমরাহ। একই বছর ১৩ টেস্ট খেলে নেন সর্বোচ্চ ৭২ উইকেট। এক পঞ্জিকাবর্ষে ভারতের হয়ে বুমরাহর চেয়ে বেশি উইকেট কেবল সাবেক অধিনায়ক কপিল দেবের। ১৯৭৯ সালে ১৭ টেস্টে ৭৪ উইকেট নেন ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সারাবাংলা/জেটি

আইসিসি
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার
জাসপ্রিত বুমরাহ
বর্ষসেরা ক্রিকেটার

Scroll to Top