সপরিবারে ‘মান্নাত’ ছাড়লেন শাহরুখ

সপরিবারে ‘মান্নাত’ ছাড়লেন শাহরুখ

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ‘মান্নাত’ হলো শাহরুখ ভক্তদের কাছে এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক কিং খানকে দেখার আশায় হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’র গেটের সামনে। এবার সেই মান্নাত ছেড়ে গেলেন গোটা খান পরিবার!

যদিও অনেকেই ইতিমধ্যে জানেন যে, ‘মান্নাত’ ছাড়ার নেপথ্যে কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর চারতলা লিজে নিয়েছেন শাহরুখ।

বাসভবন সংস্কার হওয়ার সময় গোটা পরিবারকে নিয়ে সেখানেই থাকবেন কিং খান। সোমবার থেকেই শুরু হয়েছে বাড়ি পাল্টানোর কাজ।

প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। এই অ্যাপার্টমেন্টে শুধুমাত্র খান পরিবার থাকবেন তা নয়, থাকবেন নিরাপত্তা কর্মী এবং পরিচারকরাও।

অফিসিয়াল কাজকর্ম সেখান থেকেই দেখবেন গৌরী এবং শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ রুপি ভাড়া দিতে হবে অভিনেতাকে।

বাড়ির সংস্কারের কাজ মে মাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ এগিয়ে যাওয়ার কারণে এপ্রিল মাসেই নতুন বাড়িতে প্রবেশ করলেন শাহরুখ। আপাতত আগামী দু’বছর এটাই হতে চলেছে শাহরুখের নতুন ঠিকানা।

৭ এপ্রিল ফিল্মি জ্ঞান কর্তৃক শেয়ার করা একটি ভিডিওতে শাহরুখ এবং তার গোটা পরিবারকে দেখা যায় নতুন বাড়িতে প্রবেশ করতে। ভিডিওতে দেখা গেছে, শাহরুখ এবং তার গোটা পরিবার একটি গাড়ি থেকে নেমে নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন। সুহানাকে একটি উজ্জ্বল হলুদ রঙের চুড়িদার পরে থাকতে দেখা যায়, শাহরুখকে পরে থাকতে দেখা যায় একটি সাদা শার্ট। বাকি সদস্যদের স্পষ্ট ভাবে দেখা যায়নি।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top