সত্যিই কি নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু অর্জুন? – DesheBideshe

সত্যিই কি নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু অর্জুন? – DesheBideshe



সত্যিই কি নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু অর্জুন? – DesheBideshe

কলকাতা, ০৪ এপ্রিল – দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। যার মাঝে ‘পুষ্পা’ এবং ‘পুষ্পা ২’ সিনেমা গোটা উপমহাদেশ কাঁপিয়ে দিয়েছি। পর্দায় মাথা নত না করলেও বাস্তবে এরইমধ্যে ঝুঁকতে হয়েছে অভিনেতাকে।

‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু ঘটে। এতে মামলা হয় আল্লুর নামে। গ্রেফতারও করা হয় তাকে। এক রাত হাজতবাসের পর মেলে মুক্তি। এবার শোনা যাচ্ছে জ্যোতিষীর পরামর্শে নাম পরিবর্তন করছেন দক্ষিণী সুপারস্টার।

বলিউড কিংবা দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। তাদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেছেন। নাম পরিবর্তন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এই ধরনের বিশ্বাস নতুন কিছু নয়। বলিউড থেকে হলিউড পর্যন্ত অনেক তারকা সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাওয়ের মতো ব্যক্তিরা তাদের নাম পরিবর্তন করার পরে তাদের ক্যারিয়ারে সাফল্য এসেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘U’ অক্ষর এবং দুটি ‘N’ অক্ষর যুক্ত করার কথা ভাবছেন।

নাম পরিবর্তন খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়ায়। অভিনেতার ভক্তরা মনে করছেন ফিল্ম ক্যারিয়ারে আরও বেশি উন্নতির জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন। তবে, আল্লু অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

বলে রাখা ভালো, ‘পুষ্প ৩: দ্য র‍্যাম্পেজ’ ছবি নিয়ে দর্শকমহলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রযোজক রবি শঙ্কর ইয়েলামঞ্চিলি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন সুকুমার পরিচালিত ক্রাইম অ্যাকশন থ্রিলার ছবিটি ২০২৮ সালে মুক্তি পাবে। গত দুই পর্বের মতো এবারও জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু ও রশমিকা।

এনএন



Scroll to Top