সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাসস থেকে সংগৃহীত ছবি।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিনের মৃত্যুতে আমি একজন ঘনিষ্ঠ সুহৃদকে হারালাম আর জনগণ হারালো তাদের একজন একনিষ্ঠ সেবককে। শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের সহধর্মিনী রেবেকা মমিন।

/এসএইচ