সংবাদমাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার: জামায়াত আমীর | চ্যানেল আই অনলাইন

সংবাদমাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার: জামায়াত আমীর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে জাতির পাশাপাশি সংবাদমাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সংবাদমাধ্যম ঠিকভাবে ভূমিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেঁকে বসতে পারতো না।

আজ সোমবার (২০ জানুয়ারি) দৈনিক সংগ্রাম প্রকাশনার ৫০ বছর পূর্তিতে বড় মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময় দৈনিক সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমের ওপর নির্যাতন হয়েছে।

অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতায় নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন অতিথিরা।

GOVT

অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, কোন সরকারের আমলেই লেখার অপরাধে যেন সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়।

Scroll to Top