শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | চ্যানেল আই অনলাইন

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ গ্রেপ্তার থাকা ৪ জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আগামী ১২ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে উপস্থিত হেফাজত নেতারা বলেছেন, ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা।

Scroll to Top