মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ গ্রেপ্তার থাকা ৪ জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আগামী ১২ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে উপস্থিত হেফাজত নেতারা বলেছেন, ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা।