প্রথমবার এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এ আসরে খেলবেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারেরা। মিয়ানমার থেকে খেলে দেশে ফিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনায় আসে খেলোয়াড়েরা। এ সংবর্ধনায় তাদের উপর বিশ্বাস রাখতে বলেছেন খেলোয়াড়েরা।
হাতিরঝিলের এম্পিথিয়েটারের সংবর্ধনা অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমা বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে, এত কষ্ট করে মধ্যরাতে আমাদের স্বাগতম জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি তাবিথ আউয়াল স্যার এবং কিরণ ম্যাডামকে আমাদের সংবর্ধনা দেয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাব আমাদের সভাপতি স্যারকে।’
‘আমাদের যেসব সুযোগ সুবিধা লাগে, তিনি আমাদের সেভাবেই সুযোগ সুবিধা দিচ্ছেন, ভবিষ্যতেও দিয়ে যাবেন। আজকে আমরা এ পর্যায়ে এসেছি তা ছিল আমাদের দলগত প্রচেষ্টার ফল। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা না। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়।’
নারী ফুটবলারদের উপর বিশ্বাস রাখতে বলে ঋতুপর্ণা আরও বলেন, ‘আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়ায় নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’
বাছাইপর্বের তিন ম্যাচে পাঁচ গোল করেছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে এক গোলের পর স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে দুটি করে গোল করেন ঋতুপর্ণা।