বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার (৪ নভেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ভালোবেসে বিয়ে’। অলোক বসুর রচনায় এটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর, মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান।
রোমান্টিক ধাঁচের এই নাটকটিতে দেখা যাবে হঠাৎ বিয়ে হওয়া এক নবদম্পতির নাগরিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার এক বাস্তব চিত্র। বাবু ও শাপলা নামের ওই দম্পতির সাবলেট থাকা অবস্থায় বাড়িওয়ালার সঙ্গে অম্ল-মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। আর তাদের জীবনের চরম বাস্তবতাগুলো প্রকাশিত হয়েছে হাস্য-কৌতুকের মাধ্যমে। জীবনে প্রেম-ভালোবাসা-রোম্যান্স না থাকলে দাম্পত্য জীবন যেমন পানসে হয়ে যায় তেমনি স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি বোঝাপড়ার ঘটনাটিও এই নাটকটির গল্পে দেখা যাবে।
The post শিবলি-নাদিয়ার ‘ভালোবেসে বিয়ে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.