বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা শেষে ক্যাম্পাসে পুকুরে গোসল করেন শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা তারেক ওরফে সিয়াম (২২)। গোসল শেষে তিনি তার আবাসিক হলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। সেখানে কর্তব্যরতরা জানান, মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে বিকল্প ব্যবস্থায় মাইক্রোবাসে করে তাঁকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নিহত শিক্ষার্থীর লাশ হাসপাতাল থেকে ক্যাম্পাসে নেওয়া হয়। সেখানে সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীদের কান্নাকাটিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গাফিলতির অভিযোগ তোলা হয়। একই সঙ্গে পরিবহন বিভাগের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের দাবি মেডিকেল সেন্টারে অক্সিজেন না থাকায় এবং গাড়ি আসতে দেরি হওয়ায় সঠিক সময় সিয়ামকে হাসপাতালে নেওয়া যায়নি। এতে তাঁর মৃত্যু হয়েছে।