লঙ্কানদের বিপক্ষে জাকিরের প্রথম ফিফটি – Allrounder BD

লঙ্কানদের বিপক্ষে জাকিরের প্রথম ফিফটি – Allrounder BD

লঙ্কানদের বিপক্ষে জাকিরের প্রথম ফিফটি – Allrounder BD

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন দুই ব্যাটার জাকির হাসান এবং তাইজুল ইসলাম। প্রথম সেশন শুরুর প্রথম এক ঘন্টায় কোনো উইকেট পড়েনি টাইগারদের। বিশ্ব ফার্নান্দোর বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ এবং লঙ্কানদের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পেয়েছেন ওপেনার জাকির।

রবিবার এক উইকেটে ৫৫ রানে দিন শেষ করা জাকির-তাইজুল এদিন শুরু থেকেই বেশ দেখেশুনে খেলছেন। এখন পর্যন্ত ৯৭ বলে জাকির করেছেন ৫৩ রান এবং তাইজুল অপরাজিত আছেন ৪৬ বলে ৯ রান করে। দুজন মিলে গড়েছেন ৪৭ রানের জুটি।

প্রথম ইনিংসে ৪৪০ রানে এগিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

Scroll to Top