রিয়াদ কাপ খেলতে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামি এখন সৌদি আরবে। গত রাতে আল হিলালের বিপক্ষে খেলেছেন, ৪-৩ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন মহাতারকা। আল হিলালের তৃতীয় গোল করে রোনালদোকে অনুকরণে উদযাপন করেন মাইকেল। মেসিদের বিপক্ষে এমন উদযাপন করলেও বিশ্বজয়ীকে অসম্মান করার মতো কিছু ছিল না, বলছেন এ ব্রাজিলিয়ান।
প্রথমার্ধের ৪৪ মিনিটে গোল করে আনন্দে ফেটে পড়েন মাইকেল। উচ্ছ্বাস প্রকাশ করতে পর্তুগীজ মহাতারকা রোনালদোকে অনুকরণ করে সেই ভঙ্গিতে করেন উদযাপন। ম্যাচ শেষে এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হন তিনি।
ম্যাচ শেষে সৌদি আরবের সংবাদমাধ্যমে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে মাইকেল বলেছেন, ‘মেসির সাথে তুলনা করার মতো কেউ আমি না। এ তুলনা আমার সাথে চলে না। আমি তার একজন গুণগ্রাহী, একজন ভক্ত।’
‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তার বিপক্ষে একটি ম্যাচে খেলার সুযোগ করে দেয়ার জন্য। রিয়াদ কাপের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই, তাদের জন্য বিশ্বের সেরা ফুটবলার মেসির মুখোমুখি হতে পেরেছি। আমরা এ প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি।’
বৃহস্পতিবার মেসির ইন্টার মিয়ামি মুখোমুখি হবে রোনালদোর ক্লাব আল নাসেরের। ওই ম্যাচে মেসির দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সাথে। যদিও পর্তুগীজ মহাতারকা অপ্রত্যাশিত চোটে ভুগছেন এবং নাও খেলতে পারেন।