প্রথম যেকোনো কিছুই স্মৃতিতে অম্লান হয়ে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই।
গত রাতে রোনালদো পেয়েছেন প্রথম গোলের দেখা! ভাবছেন, শীর্ষ পর্যায়ের ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৫৫ গোল করে ফেলা রোনালদো এত দিনে এসে কোন প্রতিযোগিতায় ‘প্রথমের’ দেখা পেলেন। হ্যাঁ, সেটা চ্যাম্পিয়নস লিগে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তো তিনি অনেক আগে থেকেই রাজাধিরাজ। এবার তিনি প্রথমবার গোল পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে।