রিয়াল-বার্সেলোনা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে | চ্যানেল আই অনলাইন

রিয়াল-বার্সেলোনা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে তারুণ্য নির্ভর বার্সেলোনা, কোয়াড্রপল শিরোপা জয়ের সম্ভাবনাও রয়েছে তাদের। মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপারকোপা জয়ের পর এবার কোপা ডেল রে’র ফাইনালে নামছে কাতালুনিয়ান ক্লাবটি। সামনে সেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে সেমিতে পা রাখা হ্যান্সি ফ্লিকের বার্সা দারুণভাবে এগিয়ে আছে লিগ শিরোপা জয়ের দৌড়েও। চলতি মৌসুমে বার্সা যতটা আলো ছড়াচ্ছে, ততটাই বিবর্ণ পারফরম্যান্সে চোটজর্জর রিয়াল।

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে এল ক্ল্যাসিকো মহারণ। ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

এল ক্ল্যাসিকোর বয়স ১২২ বছর। ফুটবলের সবচেয়ে প্রাচীন লড়াইগুলোর একটি এ মহারণ। এপর্যন্ত ২৫৮ ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। যেখানে এগিয়ে লস ব্লাঙ্কোসরা, তাদের জয় ১০৫টিতে। বার্সেলোনা জিতেছে ১০১টি। বাকি ৫২টি ড্র হয়েছে।

চলতি মৌসুমে এপর্যন্ত দুবার দেখা হয়েছে তাদের। লা লিগার প্রথম লেগে হারের পর সুপারকোপার ফাইনালে রিয়ালকে হারের স্বাদ দেয় বার্সা। কোপা ডেল রে’তে সবশেষ তাদের দেখা হয়েছিল ২০২৩ মৌসুমের সেমিফাইনালে। প্রথম লেগে ১-০তে বার্সা জয় পেলেও ফিরতি লেগে ৪-০তে জিতেছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে আসর থেকে বার্সাকে বিদায় করে ফাইনালে খেলে চ্যাম্পিয়নও হয়েছিল কার্লো আনচেলত্তির দল।

কোপা ডেল রে’র মঞ্চে মুখোমুখিতে সর্বোচ্চ ১৫টি জয় পেয়েছে বার্সেলোনা। ৩৫ মোকাবেলায় ১৩টি ম্যাচে জিতেছে রিয়াল। বাকি ৭টি ড্র। প্রতিযোগিতাটির ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ৩১ শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক ক্লাব (২৪টি) এবং রিয়ালের ঘরে আছে ২০টি শিরোপা।

দু’দলের দ্বৈরথে সবচেয়ে বড় জয়টি রিয়ালের। ১৯৪৩ সালের ১৯ জুনে কোপা ডেল রে’র ম্যাচে বার্সেলোনাকে ১১-১ গোলে হারিয়েছিল তারা। রিয়ালের বিপক্ষে বার্সেলোনার সবচেয়ে বড় জয়টি এসেছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫০ সালে। লা লিগার সেই ম্যাচে ৭-২ ব্যবধানে জিতেছিল বার্সা।

এল ক্ল্যাসিকোতে টানা জয়ের রেকর্ডটা অবশ্য দুদলেরই সমান। ২৫ জানুয়ারি ১৯৪৮ সাল থেকে ১৫ জানুয়ারি ১৯৪৯ সাল পর্যন্ত টানা ৬ ম্যাচে জিতেছিল বার্সেলোনা। ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সাল থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৬৫ সাল পর্যন্ত টানা ৬ ম্যাচ জিতেছিল রিয়াল। অন্যদিকে ২৫ জানুয়ারি ১৯৪৮ সাল থেকে ২১ নভেম্বর ১৯৫৪ সাল পর্যন্ত এ দুদলের টানা ১৮টি লড়াইয়ে জয় পায়নি কোনো দলই।

এল ক্ল্যাসিকোতে পাঁচজন সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনজন রিয়ালের এবং দুজন বার্সেলোনার। সবচেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার সাবেক মহাতারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০০৫ সাল ২০২১ সাল পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। এরমধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেছেন আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডি স্টেফানো। ১৬ ও ১৫টি করে গোল করেছেন করিম বেনজেমা ও রাউল গঞ্জালেস।

Scroll to Top